মাদককারবারিকে যাবজ্জীবন, সহযোগীকে ৫ বছর কারাদণ্ড
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/02/08/narail-drug-case-accused-pic.jpg)
নড়াইলে মাদক মামলায় নাছির উদ্দিন নামে এক মাদককারবারিকে যাবজ্জীবন এবং তাঁর সহযোগীকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত।
আজ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকালে নড়াইল জেলা অতিরিক্ত দায়রা জজ মুহাম্মাদ আকরাম হোসেন এ দণ্ডাদেশ দেন।
যাবজ্জীবন দণ্ডাদেশপ্রাপ্ত মাদককারবারি নাছির উদ্দিন শেখের বাড়ি সদর উপজেলা রগুনাথপুর গ্রামে। তাঁকে যাবজ্জীবন দণ্ডাদেশ ছাড়াও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে। তার সহযোগী পাঁচ বছরের দণ্ডাদেশপ্রাপ্ত অপর আসামি মুহাম্মদ আলম শেখের বাড়ি এই উপজেলার নাগসী গ্রামে। তাঁকেও পাঁচ বছরের কারাদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেওয়া হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ২২ অক্টোবর নড়াইল শহরতলীর মালিবাগ মোড় থেকে আসামিদের ৫০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ডিবি পুলিশের অভিযানে আটক হয়। এ মামলায় আট সাক্ষীর সাক্ষ্যপ্রমাণ শেষে আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ এ দণ্ডাদেশ দেওয়া হয়। এ সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।