গোপালগঞ্জে অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
গোপালগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে তিন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। আজ শনিবার (১৬ মার্চ) দুপুরে গোপালগঞ্জ বড় বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শামীম হাসান জানান, গোপালগঞ্জ বড় বাজারের মসলা গুঁড়া করার মিলে অভিযান চালিয়ে ময়লাযুক্ত শুকনামরিচ, পঁচা হলুদগুড়া ও বেসন পাওয়ায় মেসার্স মাসুদ তালুকদারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা না টানানোর অপরাধে বাজারের ফলপট্টি এলাকার দুটি প্রতিষ্ঠান মেসার্স আরিফ ফল ভাণ্ডার ও মেসার্স ইয়াসিন ফল ভাণ্ডারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় গোপালগঞ্জ জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আরিফ হোসেন, ক্যাবের সভাপতি আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।