চাঁদপুরে ১০ জেলে আটক, ৫ জনের বিরুদ্ধে মামলা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/04/03/chandpur_river_police_jale_arrest_picture.jpg)
নিষেধাজ্ঞা অমান্য করে মেঘনা নদীর অভয়াশ্রমে মাছ ধরার দায়ে ১০ জেলেকে আটক করেছে চাঁদপুর নৌথানা পুলিশ। এর মধ্যে পাঁচজনের বিরুদ্ধে নিয়মিত মামলা এবং পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।
আজ বুধবার (৩ এপ্রিল) ভোরে মেঘনা নদীর সদর উপজেলার রাজরাজেশ্বর ইউনিয়নের শিলারচর নামক স্থান থেকে মাছ ধরা অবস্থায় হাতেনাতে তাদের আটক করা হয়।
রাতে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।
আটক জেলেরা হলেন আনোয়ার হোসেন (৩৫), আব্দুল খালেক (১৯), মো. নিরব (১৫), মো. বিল্লাল হোসেন (১৪), আব্দুর রহমান (১২), মো. হাসান (২০), মো. সোহাগ (১৮), মো. জলিল (২১), মো. আব্দুস সোবাহান (১২) ও মো. ওয়াসিম (১৪)। এসব জেলের বাড়ি শরীয়তপুর ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলায়।
ওসি কামরুজ্জামান বলেন, আটক জেলেদের সঙ্গে থাকা এক হাজার ৭০০ মিটার অবৈধ কারেন্টজাল ও দুটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। আটক ১০ জেলের মধ্যে পাঁচজনের বিরুদ্ধে সদর মডেল থানায় মৎস্য আইনে মামলা এবং পাঁচজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।