গাজীপুরে অপারেশন ডেভিল হান্টে আটক ৪৮
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/atok_0.jpg)
প্রতীকী ছবি
দেশজুড়ে চলমান অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিন গাজীপুর মেট্টোপলিটন পুলিশের আট থানায় ৪০ জন এবং গাজীপুর জেলার পাঁচ থানায় আটজনকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানান গাজীপুর মহানগর পুলিশের (সিটি এসবি) উপকমিশনার আলমগীর হোসেন।
পুলিশ জানায়, আটককৃতরা বেশিরভাগই আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী। এ নিয়ে গত পাঁচ দিনে গাজীপুরে মোট ৩৮৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশের উপকমিশনার আলমগীর হোসেন বলেন, মহানগরের আটটি থানায় অপারেশন ডেভিল হান্টের চতুর্থ দিন ৪০ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে টঙ্গী পূর্ব থানায় তিনজন, টঙ্গী পশ্চিম থানায় চারজন, গাছা থানায় পাঁচজন, বাসন থানায় সাত, সদর থানায় ৯ জন, পুবাইল থানায় তিনজনসহ মোট ৪০ জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।