ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কে ডিসি-এসপি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/04/04/comilla_news_pic.jpg)
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার শত কিলিমিটার অংশে ঈদে ঘরমুখো মানুষের যাত্রা যেন নির্বিঘ্ন হয় সে জন্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি থেকে পদুয়ার বাজার পর্যন্ত পরিদর্শন শেষে দুপুরে সাংবাদিকদের এ কথা বলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমান ও পুলিশ সুপার আবদুল মান্নান।
পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার অংশে ১৪টি স্থানে অবস্থান করবে পুলিশ। ছয় তারিখ থেকে জেলা পুলিশ মহাসড়কে দুই শিফটে কাজ শুরু করবে।
রাত্রিকালিন যাত্রীদের সাবধানতা অবলম্বন করে এসপি বলেন, পুলিশ মহাসড়কে থাকবে। কোথাও কোনো দুর্ঘটনা ঘটলে দ্রুত যেন উদ্ধার করা যায় সে জন্য প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
জেলা প্রশাসক খন্দকার মু মুশফিকুর রহমান বলেন, আজ থেকে ঈদের ছুটিতে ঢাকা ও চট্টগ্রাম থেকে মানুষজন কুমিল্লামুখী হবে। ঢাক- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ১০৫ কিলোমিটার অংশে কোনো সমস্যা আছে কি না তা খতিয়ে দেখেছি। আমরা আশা করি এবার কোনো সমস্যা হবে না।