সংসদে স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে : স্বাস্থ্যমন্ত্রী
চিকিৎসক ও রোগীর সুরক্ষায় সংসদে স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। আজ বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুরে কুমিল্লা মেডিকেল কলেজ অডিটরিয়ামে আয়োজিত কুমিল্লা নোয়াখালী, চাঁদপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও পরিচালকসহ অন্য চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।
স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এ বি এম খুরশিদ আলমের সভাপতিত্বে সভায় আরও অংশ নেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার, সিটি ডা. মেয়র তাহসীন বাহার সূচনা, জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, সিভিল সার্জন নাসিমা আক্তার, কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা.ইজাজুল হক।
আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী চিকিৎসকদের উদ্দেশে বলেন, ‘আমি যেমন চিকিৎসকদের মন্ত্রী তেমনি আমি রোগীদেরও মন্ত্রী। তাই স্বাস্থ্য সুরক্ষা আইন পাস করতে সংসদে বিল উত্থাপন করা হবে। বিদেশে চিকিৎসা নিরুৎসাহিত করতে দেশে চিকিৎসকদের আরও বেশি সেবাদানকারী হতে হবে।
এ সময় স্থানীয় সংসদ সদস্যের দাবির পরিপ্রেক্ষিতে কুমিল্লায় একটি ক্যান্সার হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি দেন স্বাস্থ্যমন্ত্রী। এর আগে সকালে স্বাস্থ্যমন্ত্রী কুমিল্লা জেনারেল হাসপাতাল ও কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করে রোগীদের সঙ্গে কথা বলেন।
কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘আমি আনন্দ প্রকাশ করছি যে আজ যিনি স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন তিনি খুব যোগ্যতাসম্পন্ন ব্যক্তি। দেশের স্বার্থে তিনি নিরলস পরিশ্রম করে যাচ্ছেন।’
কুমিল্লা মেডিকেল কলেজের কথা উল্লেখ করে সংসদ সদস্য বাহার বলেন, করোনার সময় আমরা কুমিল্লাবাসীকে একযোগে সেবা দিয়েছিলাম। আমি চাইব কুমিল্লায় একটি ক্যান্সার হসপিটাল হোক। তাতে বৃহত্তর কুমিল্লাবাসী সেবা পাবে।’
সভায় উপস্থিত সিটি মেয়র ডা. তাহসীন বাহার সূচনা বলেন, ‘আমি কুমিল্লা সিটি করপোরেশনের প্রথম নারী মেয়র। আমার আরেকটা অহংকারের জায়গা আমি নিজেও ডাক্তার। নির্বাচনের সময় আমি শুধু একজন নারী দেখেই ভোট দেয়নি। আমি একজন ডাক্তার সেই নির্ভরতার জায়গা থেকে আমাকে নির্বাচিত করেছে নগরবাসী। আমরা এখন সবাই সমন্বিতভাবে কাজ করলে কুমিল্লা এগিয়ে যাবে।’