ট্র্যাফিক আইন লঙ্ঘনে একদিনে ডিএমপির ২ হাজারের বেশি মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্র্যাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ১৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক বিভাগ। এছাড়াও অভিযানকালে ৩২৬টি গাড়ি ডাম্পিং এবং ১১২টি গাড়ি রেকার করা হয়েছে।
গতকাল রোববার (৩১ আগস্ট) ডিএমপির ট্র্যাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন উপ- কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান।
ঢাকা মহানগর এলাকায় ট্র্যাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।