বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন, ১১ দোকান পুড়ে ছাই
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/10/aagun.jpg)
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অগ্নিকাণ্ডে দোকান ভস্মীভূত। ছবি : এনটিভি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে অগ্নিকাণ্ডে ১১টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার শাহবাজপুর ইউনিয়নের দ্বিতীয় গেট এলাকায় নেছার ডাক্তার মার্কেটে এই ঘটনা ঘটে।
সরাইল ফায়ার সার্ভিসের লিডার রিয়াজ মাহমুদ জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এই ঘটনায় ১১টি দোকান পুড়ে যায়। এরমধ্যে হার্ডওয়্যার, সেলুন, মোবাইলফোন বিক্রি ও সার্ভিসিং, একটি স্বর্ণের দোকানসহ বিভিন্ন দোকান ছিল।
রিয়াজ মাহমুদ আরও জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।