শিশুসহ ফরিদপুরে সড়কে ঝরল চার প্রাণ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/11/accident-ntv_0.jpg)
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় চারজন নিহত হয়েছে। এর মধ্যে একই পরিবারের রয়েছে এক শিশুসহ তিনজন। আজ শনিবার (১১ মে) জেলার ভাঙ্গা উপজেলায় ফরিদপুর-ভাঙ্গা ও ফরিদপুর-বরিশাল মহাসড়কের হামিরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
দুর্ঘটনায় নিহতরা হলেন- গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার কোয়ালদিয়া বাটিকামারি গ্রামের কাশেম শেখ, তার শিশু সন্তান মোরসালিন ও কাশেমের ভাই নাজমুল শেখ। অপর এক দুর্ঘটনায় নিহত হয় সামন্তী (১৭) নামে এক কিশোরী। সামন্তী ভাঙ্গা উপজেলার খামিনারবাগ গ্রামের শাহাদাত মোল্লার মেয়ে।
ওসি খায়রুল আনাম বলেন, আজ দুপুরে ফরিদপুর-ভাঙ্গা মহাসড়কের হামিরদী এলাকায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী শিশু মোরসালিনের মৃত্যু হয়। এসময় স্থানীয়রা আহত অবস্থায় কাশেম শেখ ও নাজমুল শেখকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
অপরদিকে আজ সকালে ফরিদপুর-বরিশাল মহাসড়কের কৈডুবি নামক স্থানে ঢাকাগামী বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হয় সামন্তী। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।