নিহত এমপি আনোয়ারুলের লাশের সন্ধান পাওয়া নিয়ে আশাবাদী স্বরাষ্ট্রমন্ত্রী
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/05/28/sbraassttrmntrii-aasaadujjaamaan-khaan-kaamaal.jpg)
ভারতে নিহত ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের দেহাবশেষ খুঁজে পাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ‘আমরা চেষ্টা করছি। আমরা বসে নেই এবং আমরা কিছু খুঁজে পাওয়ার আশা করছি।’
আজ মঙ্গলবার (২৮ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা লাশের বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাইনি। বাংলাদেশ থেকে তিনজন গোয়েন্দা সদস্য সেখানে গেছেন। ভারতীয় গোয়েন্দারাও এ নিয়ে কাজ করছে। লাশ পাওয়া ছাড়া এ ঘটনায় জড়িত এবং যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের সব তথ্য আমরা পেয়েছি। লাশটি কোথায় আছে তা আমরা এখনও জানি না।’
লাশ না পেয়ে তার সংসদীয় আসন শূন্য ঘোষণার বিষয়ে মন্ত্রী বলেন, ‘স্পিকার সেটা জানেন। তিনি সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবেন।’
লাশ না পাওয়া গেলে কোনো আইনি জটিলতা হবে কি না জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘যারা খুন করেছে, তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। আইন বিশেষজ্ঞরা জানেন সেক্ষেত্রে কী হবে, আইন মন্ত্রণালয় তার ব্যাখ্যা দিতে পারবে।’