ঈদের দিন চলবে না মেট্রোরেল
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/06/16/metro_rail_focas.jpg)
মেট্রোরেলের ফাইল ছবি
ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সোমবার (১৭ জুন) মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের দিন যাত্রী কম থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এর পরদিন থেকে স্বাভাবিক সময়সূচিতেই মেট্রোরেল চলবে।
গত বৃহস্পতিবার বিকেলে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক এক সংবাদ সম্মেলনে একথা জানান। এ ছাড়া মেট্রোরেলে পশুর চামড়া ও কাঁচা বা রান্না করা মাংস বহন করা নিষেধ করা হয়েছে ডিএমটিসিএলের পক্ষ হতে। অন্যান্য যেসব বিধিনিষেধ রয়েছে সেগুলোও পালনের অনুরোধ জানিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।