লক্ষ্মীপুরে পানিতে ডুবে জমজ হিরা-মুক্তার মৃত্যু, এলাকায় শোক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/06/18/lkssmiipur.jpg)
লক্ষ্মীপুরের রায়পুরে পুকুরের পানিতে ডুবে জমজ বোন হিরা আক্তার ও মুক্তা আক্তার (২) মারা গেছে। আজ মঙ্গলবার (১৮ জুন) দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের দেবীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। এতে হিরা-মুক্তার পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত হিরা ও মুক্তা দেবীপুর গ্রামের সৌদি প্রবাসী আনোয়ার হোসেন পুটনের মেয়ে। দুই মেয়েকে হারিয়ে তাদের মা কান্নায় মূর্ছা যাচ্ছেন। কোনভাবে তাকে শান্ত করা যাচ্ছে না। তাকে সান্ত্বনা দেওয়ার ভাষাও খুঁজে পাচ্ছে না স্থানীয়রা।
স্থানীয়রা জানায়, ঘর ও বাড়ির উঠানে হিরা ও মুক্তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি করে। একপর্যায়ে তাদেরকে পুকুরে পানিতে ভেসে উঠতে দেখে৷ পরে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।
একই বাড়ির বাসিন্দা জসিম মাহমুদ বলেন, আনোয়ারদের বাড়িতে পুকুর রয়েছে। তার জমজ শিশুদের বয়স প্রায় ২ বছর। ধারণা করা হচ্ছে, পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরের পাশে খেলতে যায়। হয়তো পুকুরেও নেমেছে। তখন আর উঠতে পারেনি। তাদের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে।
রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সফিউল আলম চৌধুরী সুমন বলেন, দুটি শিশুর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এটি খুব দুঃখজনক ঘটনা। ঈদ আনন্দের পরিবর্তে এখন ওই এলাকায় বিষাদ দেখা দিয়েছে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, ঘটনাটি দুঃখজনক। খবর পেয়ে ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। শিশুদের মৃত্যু নিয়ে কারো কোনো অভিযোগ নেই। পরিবারের লোকজন তাদের দাফনের ব্যবস্থা করছেন।