নয়াপল্টনে ছাত্রদলের মিছিল

রাজধানীর নয়াপল্টনে আজ মঙ্গলবার বিকেলে ছাত্রদলের মিছিল। ছবি : এনটিভি
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা। রাজধানীর নয়াপল্টনে আজ মঙ্গলবার (২৫ জুন) বিকেলে মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসিরের নেতৃত্বে মিছিলটি নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু করে নাইটিংগেল মোড় ইউটার্ন করে পলওয়েল মার্কেটের সামনে দিয়ে ইউটার্ন করে পুনরায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাসির এনটিভি অনলাইনকে জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের আংশিক পূর্ণাঙ্গ কমিটিকে স্বাগত জানিয়ে শুভেচ্ছা মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ হয়েছে।