পদ্মা সেতুতে ১ হাজার ৬৩১ কোটি ৮৬ লাখ টাকা টোল আদায় : ওবায়দুল কাদের
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/06/28/parliament.jpg)
সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতু উদ্বোধনের পর থেকে এ পর্যন্ত ১ হাজার ৬৩১ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৪৫০ টাকা টোল আদায় হয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৭ জুন) জাতীয় সংসদ অধিবেশনে টেবিলে উপস্থাপিত সরকারি দলের সদস্য ফরিদা ইয়াসমিনের তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে এ কথা জানান মন্ত্রী।
সরকারি দলের অপর সদস্য আলাউদ্দিন আহম্মদ চৌধুরীর তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ২০২৩-২৪ অর্থবছরে দেশের তিনটি সেতু থেকে টোল আদায় হয়েছে মোট ১ হাজার ৪৭২ কোটি ৫ লাখ টাকা।
সেতুমন্ত্রী জানান, সেতু বিভাগের আওতাধীন সংস্থা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় তিনটি সেতু হতে টোল আদায় করা হয়। সেতু তিনটি হলো যমুনা নদীতে বঙ্গবন্ধু সেতু, ধলেশ্বরী নদীতে মুক্তারপুর সেতু ও পদ্মা সেতু।
ওবায়দুল কাদের জানান, চলতি ২০২৩ সালের ১ জুলাই হতে এ বছরের ১৯ জুন পর্যন্ত এই সেতুগুলো থেকে আদায়কৃত টোলের পরিমাণ হলো—পদ্মা সেতু থেকে ৮১১ কোটি ৫৭ লাখ টাকা, বঙ্গবন্ধু সেতু থেকে একই সময়ে ৬৪৮ কোটি ৮৭ লাখ টাকা এবং মুন্সীগঞ্জের মুক্তারপুর সেতু থেকে ১১ কোটি ৬১ লাখ টাকা।