ভারত যাওয়ার পথে বিএসএফের গুলিতে আহত বাংলাদেশি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/07/02/bijibi-khulnaa-biopi.jpg)
যশোরের শার্শায় সীমান্ত অতিক্রম করে ভারত যাওয়ার চেষ্টা করলে ভারতী সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি আহত হয়েছেন। গতকাল সোমবার (১ জুলাই) দুপুরের দিকে গোগার হরিশ্চন্দ্রপুর সীমান্তে সোনাই নদীর তীরে এ ঘটনা ঘটে।
খুলনা-২১ বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার এ তথ্য নিশ্চিত করেন।
গোগার হরিশ্চন্দ্রপুর ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য (মেম্বার) বাবুল হোসেন জানান, বিএসএফের গুলিতে আহত শামীম হোসেন (৩০) গোগা ইউনিয়নের হরিশচন্দ্রপুর গ্রামের মহিউদ্দিনের ছেলে। তবে গুলিবিদ্ধের পর তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা সঠিকভাবে জানা যায়নি।
বাবুল হোসেন জানান, বাংলাদেশ ও ভারত সীমান্তের সোনাই নদী পার হয়ে ভারত যাওয়ার চেষ্টা করে শামীম। এ সময় ভারত সীমান্তে টহলরত বিএসএফ সদস্যরা তাকে উদ্দেশ্য করে গুলি ছুঁড়ে। এতে শামিম আহত হয়।
কমান্ডিং অফিসার লে. কর্নেল খুরশিদ আনোয়ার জানান, গোগার হরিশ্চন্দ্রপুরে বিএসএফের গুলিতে শামীম হোসেন নামে একজন আহত হয়েছে। এ ঘটনার খবর পেয়ে বিজিবির একটি টিম তার বাড়িতে পাঠানো হয়েছে। তবে বাড়িতে কেউ না থাকায় তিনি কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি।