বিএনপিপন্থি চিকিৎসক ডা. সাখাওয়াত গ্রেপ্তার
বিএনপিপন্থি চিকিৎসক ও জি নাইনের সাধারণ সম্পাদক ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার (১৭ জুলাই) রাজধানীর বায়তুল মোকাররম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আজ বৃহস্পতিবার দুপুরে এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
শায়রুল কবির খান বলেন, ‘ডা. সাখাওয়াত হোসেন সায়ন্থকে গতকাল বুধবার বায়তুল মোকাররম এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। কোটা সংস্কারপন্থি ও পুলিশের সংঘর্ষে নিহত ছয়জনের গায়েবানা জানাজার শেষে তাকে গ্রেপ্তার করা হয়।’