সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/08/01/saabhaar_1.jpg)
রাতে সাভার পৌর এলাকার রাজাশন এলাকার ব্যবসায়ী মিজানুর রহমানের বাড়িতে বৃহস্পতিবার ভোর রাতে ডাকাতির ঘটনা ঘটে। ছবি : এনটিভি
সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রের মুখে জিম্মি করে লুটে নেয় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ কয়েক লাখ টাকার মালামাল। আজ বৃহস্পতিবার (১ জুলাই) ভোর রাতে সাভার পৌর এলাকার রাজাশন এলাকার ব্যবসায়ী মিজানুর রহমানের বাড়িতে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ভোর রাতে ছয় থেকে সাতজনের মুখোশধারী একদল ডাকাত জানালার গ্রিল কেটে বাড়িতে প্রবেশ করে। পরিবারের সদস্যদের সবাইকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারি ভেঙে নগদ ৬০ হাজার টাকা, ৭ ভরি স্বর্ণালঙ্কারসহ প্রায় ১০ লাখ টাকার মালামাল লুটপাট করে পালিয়ে যায়।
![](http://103.16.74.218/sites/default/files/styles/very_big_1/public/images/2024/08/01/saabhaar_inaar.jpg)
সাভার মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বলেন, ‘জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে।’