ঢাকার নিম্ন আদালতে আন্দোলনকারী, পুলিশ ও আইনজীবীদের ত্রিমুখী সংঘর্ষ
ঢাকার নিম্ন আদালতে আন্দোলনকারী, পুলিশ ও আইনজীবীদের ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্র তৈরি হয়েছে। আজ রোববার (৪ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
সরেজমিনে দেখা গেছে, বেলা ১১টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে শত শত আন্দোলনকারী মিছিল নিয়ে নিম্ন আদালতের দিকে এগোচ্ছেন। এ সময় পুলিশ আদালতের গেট নিরাপত্তার চাদরে ঢেকে দেয়। এ সময় বিএনপিপন্থি আইনজীবীরা বিভিন্ন স্লোগান দিলে আন্দোলনকারীরা আদালত চত্বরে ঢুকে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং পুলিশের গাড়ি ভাঙচুর করে।
এ সময় আন্দোলনকারীরা ককটেল বিস্ফোরণ করে এবং আদালতের বিভিন্ন স্থাপনা ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এ সময় পুলিশ সাউন্ড গ্যানেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে আইনজীবী ও বিচারপ্রার্থীরা আতঙ্কে ছোটাছুটি শুরু করেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আওয়ামীপন্থি আইনজীবীরা প্রতিবাদ মিছিল করেন। তবে এ ঘটনায় হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি।