ঢাকেশ্বরী মন্দিরে পুরোহিতদের সঙ্গে শিক্ষার্থীদের বৈঠক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। গতকাল শুক্রবার (৯ আগস্ট) শিক্ষার্থীরা মন্দিরে গেলে পুরোহিতরা তাদের স্বাগত জানান। বৈঠকে হিন্দু সম্প্রদায়ের সাম্প্রতিক বিভিন্ন বিষয়াদী নিয়ে তাদের বক্তব্য তুলে ধরা হয়। একইসঙ্গে বিভিন্ন স্থানের কিছু ঘটনাও তাদের সামনে তুলে ধরেন পুরোহিতরা।
বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন, এদেশটা আমাদের সবার। এখানে কোনো ধর্মীয় বৈষম্যের স্থান নেই। সবাই মিলেই আমাদের এই দেশটাকে গড়ে তুলতে হবে।
সমন্বয়ক সারজিস আলম বলেছেন, তাদের উত্থাপিত দাবিগুলো অন্তর্বর্তী সরকারের কাছে পৌঁছে দেওয়া হবে। সারা দেশে ক্ষতিগ্রস্ত সংখ্যালঘু ভাইবোনদের তথ্য তারা নিয়েছেন।
সারজিস আলম বলেন, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনে যা যা পদক্ষেপ নেওয়া প্রয়োজন, তা করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব।
এদিকে দেশের কোথাও কোনো ধরনের হামলার ঘটনা ঘটলে ছাত্রসমাজকে জানানোর অনুরোধ করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে।