৫৯৯ থানার কার্যক্রম শুরু হয়েছে : পুলিশ সদর দপ্তর
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/08/11/police-headquarters_11zon_1.jpg)
পুলিশ সদর দপ্তরের ফাইল ছবি
সারা দেশের ৫৯৯টি থানার কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। আজ রোববার (১১ আগস্ট) বিকেল ৩টা পর্যন্ত এ থানাগুলোর কার্যক্রম শুরু হয়েছে।
আজ বিকেলে পুলিশ সদর দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মহানগরের ১১০টি থানার মধ্যে ৯৭টি এবং জেলার ৫২৯টি থানার মধ্যে ৫০২টি থানার কার্যক্রম শুরু হয়েছে।