খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ এসকর্ট দেওয়ার নির্দেশ

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিরাপত্তায় পুলিশ এসকর্ট নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুল সাত্তারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল করিব খান।
২০১৪ সালে বিরোধীদলীয় পদ হারানোর পর পুলিশ এসকর্ট প্রত্যাহার করেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার।
২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া কারান্তরীণ হন। এরপর ওই বছরের ১৮ এপ্রিল গুলশানের বাসা ফিরোজার সামনে নিরাপত্তায় নিয়োজিত পুলিশ সদস্যদের প্রত্যাহার করে নেওয়া হয়।