স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে একীভূত করে প্রজ্ঞাপন

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুই বিভাগকে একীভূত করেছে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, এস.আর.ও. নম্বর ৩৫৭-আইন/২০২৫। রুলস অব বিজনেস, ১৯৯৬-এর রুল ৩-এর সাব রুল (আই)-এ প্রদত্ত ক্ষমতাবলে সরকার ‘মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স’ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) এবং উক্ত মন্ত্রণালয়ের অধীন দুটি বিভাগ পাবলিক সিকিউরিটি ডিভিশন ও সিকিউরিটি সার্ভিস ডিভিশনকে ‘মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স’ (স্বরাষ্ট্র মন্ত্রণালয়) নামে পুনর্গঠন করল।
এটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
২০১৭ সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ‘জননিরাপত্তা বিভাগ’ ও ‘সুরক্ষা সেবা বিভাগ’ নামে দুটি ভাগ করা হয়েছিল।