সাইফুজ্জামান চৌধুরী, আছাদুজ্জামান মিয়া, ডিবি হারুনের বিরুদ্ধে অনুসন্ধান শুরু
সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া ও ডিএমপির সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুন অর রশীদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার (১৮ আগস্ট) দুদক সচিব খোরশেদা ইয়াসমীন এ তথ্য নিশ্চিত করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে এক দফা দাবির মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে গত ৫ আগস্ট পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। এরপরই তার সরকারের সময়ের মন্ত্রী-এমপি এবং সরকারি কর্মকর্তাদের দুর্নীতি-অর্থপাচারের তথ্য বেরিয়ে আসতে শুরু করে। এরই মধ্যে বেশ কয়েকজনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। শেখ হাসিনা সরকারের প্রভাবশালী একাধিক ব্যক্তিকে গ্রেপ্তারও করেছে আইনশৃঙ্খলা বাহিনী।