নারায়ণগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন, নিয়ন্ত্রণে ১১ ইউনিট
নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লেগেছে। রোববার (২৫ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। রাত ২টা ১৭ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য বলছে, সেখানে আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধারে কাজ করছে ১১টি ইউনিট।
এরা আগে ফায়ার সার্ভিসের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়, খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট পৌঁছে কাজ শুর শুরু করে। পরে কাঁচপুর, আদমজি ইপিজেড, কাঞ্চন ফায়ার স্টেশন এবং সিদ্দিক বাজার থেকে অন্যান্য ইউনিট উদ্ধারকাজ ও আগুন নিয়ন্ত্রণ যোগ দেয়।
নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ১০টার দিকে রূপগঞ্জের তারাবের রূপসী এলাকার গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন লাগে। তাৎক্ষণিতভাবে আগুনে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য জানা যায়নি।
শেষ তথ্যমতে, ১৪ জনকে উদ্ধার করেছে তারা।