রাজধানীতে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/08/31/accident.jpg)
সড়ক দুর্ঘটনার প্রতীকী ছবি
রাজধানীর কুর্মিটোলা এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে অজ্ঞাতপরিচয় (২৪) এক যুবক নিহত হয়েছেন। আজ শনিবার (৩১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
গতকাল শুক্রবার রাত ১০টার দিকে কুর্মিটোলা হাসপাতাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ওই যুবককে হাসপাতালে নেওয়া পথচারী রিফাত ও সোহাগ গণমাধ্যমে জানান, কুর্মিটোলা হাসপাতাল এলাকায় দ্রুতগামী দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাতপরিচয় এক যুবক আহত হন। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।