সীমান্তে ফেলানীর মতো আর কাউকে ঝুলতে দেখতে চাই না : সারজিস
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/09/14/munshiganj_sargis_alam.jpg)
সীমান্ত হত্যা বন্ধে হুশিয়ারি দিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, আমাদের স্পষ্ট কথা, সীমান্তে ফেলানীর মত আর কাউকে দেখতে চাই না। আজকের পর থেকে সীমান্তে যদি এমন কোনো ঘটনা ঘটে, হয়তো তার উপযুক্ত বিচার করা হবে, না হলে বাংলাদেশের ছাত্রজনতা সবাইকে নিয়ে এসবের বিরুদ্ধে কঠোর জবাব দেবে।
আজ শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রেরণার শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ ও দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস দমনের প্রতিবাদে মতবিনিময় সভায় এসব বলেন তিনি।
হিন্দু সম্প্রদায়ের মানুষদের উদ্দেশে এই সমন্বয়ক বলেন, সারাজীবন শুধু নৌকায় ভোট দেওয়াটা সবচেয়ে বড় দুর্বলতা সংখ্যালঘু ভাই-বোনদের। তারা এমন দুর্বলতা নিজেরাই সৃষ্টি করেছেন। কোনোকিছু না ভেবে শুধু একটি মার্কায় ভোট দিয়েছেন। তাই আগামীতে সব কিছু ভেবেই আপনাদের কাজ করার আহ্বান জানাচ্ছি।
ছাত্রদের উদ্দেশে সারজিস বলেন, সময়ের প্রয়োজনে আপনারা রাজপথে নেমেছেন। কিন্তু সামনের বাংলাদেশে আপনাদের মতো মেধাবীদের সংসদে প্রতিনিধিত্ব করতে হবে। তাই লেখাপড়ার পাশাপাশি মেধাবী ও সৎ রাজনীতিবিদ হয়ে উঠতে হবে।