লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী শিশুসহ নিহত ২
চট্টগ্রামের বাঁশখালীতে গ্যাস বহনকারী লরির চাপায় ক্ষতিগ্রস্ত সিএনজিচালিত অটোরিকশা। ছবি : এনটিভি
চট্টগ্রামের বাঁশখালীতে গ্যাস বহনকারী লরির চাপায় সিএনজিচালিত অটোরিকশার যাত্রী শিশুসহ দুজন নিহত। এ সময় গুরুতর আহত হন আরও তিনজন। আজ বুধবার (১৬ অক্টোবর) আনুমানিক দুপুর আডাইটায় আনোয়ারা বাঁশখালী পিএবি প্রধান সড়কের সাধনপুর ইউনিয়নের বানীগ্রাম দমদমার (নতুন দীঘি) এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
রামদাস হাট পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. শাখাওয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত হয়েছেন ওয়াসিফুর রহমান ও কক্সবাজারের কালমারচড়া ইউনিয়নের উত্তর নরবিনা ভাঙ্গার মুখ বড়ুয়াপাড়ার মালেয়েশিয়া প্রবাসী সৈকত বড়ুয়ার মেয়ে রশ্মি বড়ুয়া (৩)।
আহতরা হলেন মহেশখালী হুয়ানক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সাবেক সদস্য গোলাম কুদ্দুস (৬৮), নিহত শিশুর মা প্রিয়ন্তি বড়ুয়া (২১), সিএনজিচালিত অটোরিকশাচালক জাবের (১৯)।
এসআই মো. শাখাওয়াত হোসেন বলেন, আমি ঘটনাস্থলে আছি। বিস্তারিত পরে জানাতে পারব।

শহীদুল ইসলাম বাবর, দক্ষিণ চট্টগ্রাম