চাঁদপুরে ৪০ মণ জাটকা জব্দ
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/11/28/chandpur_news_pic_0.jpg)
চাঁদপুর শহরের পালবাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৬০০ কেজি (৪০ মণ) জাটকা জব্দ করা হয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড। আজ বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে নোয়াখালী থেকে চাঁদপুরে আনার সময় একটি মিনি পিকআপ ভ্যান তল্লাশি করে এসব জাটক জব্দ করা হয়।
সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য নিশ্চিত করেন কোস্ট গার্ড চাঁদপুর স্টেশনের কমান্ডার লেফট্যানেন্ট তাকিউল আহসান।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ডের টহল দল পালবাজার সংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা জব্দ করে। পরবর্তী সময়ে কোস্ট গার্ড স্টেশনে এনে জব্দ করা জাটকা স্থানীয় এতিমখানা, মাদ্রাসা, গরিব ও দুস্থ পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় ইলিশ সম্পদ উন্নয়ন প্রকল্প চাঁদপুর সদরের ক্ষেত্র সহকারী মো. জামিল হোসেনসহ কোস্ট গার্ড কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।