ভারত সোনার ডিম পাড়া হাঁস হারিয়ে বাংলাদেশে অশান্তি চাচ্ছে : রিপন
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/12/02/munshiganj_ripon.jpg)
বাংলাদেশের মুসলিমরা ধর্ম সহিষ্ণু মুসলিম। শেখ হাসিনা ভারতে বসে ষড়যন্ত্র-অপপ্রচার করছেন। ভারত চাচ্ছে, বাংলাদেশে একটি অশান্তি সৃষ্টি হোক। কারণ তারা একটি মসনদ হারিয়েছে, সোনার ডিম পাড়া হাঁস হারিয়েছে।’
আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলায় একটি মাদরাসায় কুরআনখানি ও দোয়া মাহফিলে এসব কথা বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন।
অনুষ্ঠানে অংশ নেয় জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী ও স্থানীয় সাধারণ জনগণ।
ড. আসাদুজ্জামান রিপন শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ভারতে বসে নির্লজ্জের মতো মানুষকে অশান্তিতে রাখছে। একবার বলেন চট করে ঢুকে পড়ব, এটা করব, না এটা করব। বাংলাদেশে নাকি সাম্প্রদায়িক দাঙ্গা হচ্ছে, হিন্দুরা চলে যাচ্ছে, তারা ধর্ম পালন করতে পারছে না। এগুলো কি সত্য, একবারেই মিথ্যা কথা। সারা পৃথিবীতে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে—প্রপাগাণ্ডা ছড়ানো হচ্ছে। সবাইকে তা রুখে দিতে হবে।’
ড. আসাদুজ্জামান রিপন আরও বলেন, বাংলাদেশের মুসলিমরা ধর্ম সহিষ্ণু মুসলিম, চট্টগ্রামে আমাদের একজন আইনজীবীকে উগ্র ইসকনের লোকেরা হত্যা করেছে। ভারতে এমন করে কোনো হিন্দুকে মুসলিম মারলে রক্তের গঙ্গা বয়ে যেত। ভারত একটি মসনদ হারিয়েছে, সোনার ডিম পাড়া হাঁস হারিয়েছে। আওয়ামী লীগ প্রতিদিন একটি সোনার ডিম পেরে নরেন্দ্র মোদির হাতে দিত। এজন্য তারা বলত ভারত তাদের সারা জীবন মনে রাখবে। দেশের স্বার্থ বিকিয়ে এত কিছু দিতে হবে কেন?
বিএনপির এ ভাইস চেয়ারম্যান আরও বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে গোলাম বানিয়ে মুষ্টিমেয় কয়েকজনকে রাজা-রানি জমিদার বানিয়ে রেখেছিলেন। জনগণ তাদের উৎখাত করেছে। ভবিষ্যতে রাজনীতির নামে কোনো রাজা-রানি জমিদার বাংলাদেশের মানুষ হতে দেবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান রতন, টঙ্গিবাড়ী উপজেলা বিএনপির সভাপতি আলী আজগর রিপন মল্লিক প্রমুখ।