পর্যটনশিল্পের বিকাশ ও সম্ভাবনাবিষয়ক মতবিনিময় সভা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2024/12/29/khagrachori_news_pic.jpg)
খাগড়াছড়ি পার্বত্য জেলায় পর্যটনশিল্পের বিকাশ ও সম্ভাবনাবিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জেলার পর্যটন শিল্পের সঙ্গে জড়িত সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরে প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ চট্টগ্রাম বিভাগের অতিরিক্ত ডিআইজি বিধান ত্রিপুরা।
মতবিনিময় সভায় পার্বত্য জেলা খাগড়াছড়ির পর্যটন শিল্পের কীভাবে উন্নয়ন সম্ভব ও পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে পর্যটন স্পষ্টগুলোতে ট্যুরিস্ট পুলিশ বৃদ্ধি, শহরের রাত্রি যাপনে কী কী পদক্ষেপ নেওয়া যায় সেসব বিষয় তুলে ধরা হয়।
জেলা প্রশাসক মো. সহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, ট্যুরিস্ট পুলিশ রাঙ্গামাটি রিজিয়নের সুপার নিহাদ আদনান তাইয়ান, জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম সুমন, পর্যটন মোটেল ব্যবস্থাপক উত্তম কুমার মজুমদার, বিআরটি পরিদর্শক মো. কায়সার আহমেদ, জিপ মালিক সমিতির সভাপতি মো. মফিজুর রহমান, গণমাধ্যমকর্মীসহ জেলায় পর্যটন শিল্পের সঙ্গে জড়িত প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মুক্ত আলোচনায় পর্যটন শিল্পের বিভিন্ন সম্ভাবনা তুলে ধরা হয়।
সভায় থার্টিফাস্ট নাইট উদযাপনে সামগ্রিক প্রস্তুতির কথা তুলে ধরেন অতিরিক্ত ডিআইজি।