ছেলেকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচাপায় বাবা নিহত
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/01/17/dmc_3.jpg)
রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকায় ছেলেকে হাসপাতালে নেওয়ার পথে ট্রাকচাপায় বাবা নিহত হয়েছেন। তার নাম মো. আদম আলী (৫৫)। তিনি সিএনজি অটোরিকশায় করে অসুস্থ ছেলেকে হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন।
গতকাল বৃহস্পতিবার দিনগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর আদম আলীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে ভোরে তার মৃত্যু হয়। তিনি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর বাজারে কাপড়ের ব্যবসা করতেন।
আদম আলীর ভাতিজা মাসুম বলেন, ‘গতকাল গ্রামের বাড়িতে আমার চাচাতো ভাই শাকের আলী বিদ্যুৎস্পৃষ্ট হন। উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে চাচা প্রথমে ধানমন্ডির পপুলার হাসপাতালে যান। পরে সেখান থেকে ইবনে সিনা হাসপাতালে নেওয়ার পথে আসাদ গেট এলাকায় সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয় ট্রাক।’
মাসুম আরও বলেন, ‘সিএনজিতে থাকা অন্যান্যরা সামান্য আহত হলেও আমার চাচা আদম আলী গুরুতর আহত হন। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে ৩০১ নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ভোর সাড়ে ৪টার দিকে মৃত্যু হয় তার।’