কমতে পারে রাতের তাপামাত্রা
মাঘের শীতে নাকি বাঘ পালায়! এমন কথা প্রচলিত থাকলেও আজ সোমবার (২০ জানুয়ারি) রাজধানীতে নেই তেমন ঠান্ডার প্রভাব। অন্যান্য বার এমন সময়ে পারদ নেমে এলেও এবার বেশ স্বস্তিতেই আছেন চুয়াডাঙ্গার খেটে খাওয়া মানুষেরা। যদিও এই জেলাতেই আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। তবে, তা ৯ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে, সারাদেশে রাতের তাপমাত্রা কমবে বলে জানিয়েছে এই অধিদপ্তর।
আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম আবহাওয়া পূর্বাভাসে জানান, আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামীকাল মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।
আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ৯ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস।