নিখোঁজের তিনদিন পর যমুনা নদী থেকে মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার
নিখোঁজের তিনদিন পর সিরাজগঞ্জের বেলকুচিতে যমুনার শাখা নদীতে ভাসমান অবস্থায় আবু বক্কার সিদ্দিক আবির (১২) নামের এক মাদরাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২০ জানুয়ারি) সকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের মেঘুল্লা গ্রামের যমুনার শাখা নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
দুপুরে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া হোসেন।
আবু বক্কার সিদ্দিক আবির বেলকুচি পৌর এলাকার চালা কলেজপাড়া গ্রামের শাহিন আক্তারের ছেলে ও মুকুন্দগাতি হাফিজিয়া মাদারাসার ছাত্র।
বেলকুচি থানার ওসি জাকারিয়া হোসেন বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে জানতে পারি, মেঘুল্লা এলাকার যমুনা নদীতে একটি লাশ ভেসে উঠেছে। থানা-পুলিশ ও নৌপুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।’
ওসি আরও জানান, গত শুক্রবার মাদ্রাসায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিল সে। এরপর আর ফিরে আসেনি। পরিবারের সদস্যরা খোঁজ না পেয়ে থানায় লিখিত অভিযোগ করেন। আজ নদী থেকে লাশ উদ্ধার করা হলো। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে।