পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান অনুপ চাকমা
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নতুন চেয়ারম্যান হলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা। তাঁকে সচিব পদমর্যাদায় আগামী দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।
আজ সোমবান (২০ জানুয়ারি) সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল হায়াত মো. রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড আইন অনুসারে অন্যান্য ব্যবসা, চাকরি, সংগঠনের সঙ্গে সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য এই নিয়োগ কার্যকরের কথা বলা হয়েছে প্রজ্ঞাপনে।
সচিব পদমর্যাদা ও আর্থিক সুবিধা প্রদানের বিষয়টি উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।
এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে নিয়োগ করা প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সুপ্রদীপ চাকমা বর্তমান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলে এই পদটি শূন্য হয়। সেই থেকে খালি পড়ে ছিল পার্বত্য এলাকার উন্নয়নের গুরুত্বপূর্ণ এই প্রতিষ্ঠানটির শীর্ষ পদ। অনুপ কুমার চাকমাকে নিয়োগের মাধ্যমে সেই শূন্যতা দূর হলো।