শুধু সংস্কার নয়, বাজারও নিয়ন্ত্রণ করতে হবে : রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। শুধু সংস্কার নিয়ে থাকলেই হবে না, সংস্কারের পাশাপাশি বাজার নিয়ন্ত্রণ করে নিশ্চিত করতে হবে।
আজ রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন রিজভী।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী ও জিয়া স্মৃতি পাঠাগারের এক যুগপূর্তি উপলক্ষে আলোচনাসভা, সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রুহুল কবির রিজভী।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে উদ্দেশ করে রিজভী বলেন, বাজার নিয়ন্ত্রণ করতে হবে। নিত্যপণ্যের দাম কমাতে হবে। মানুষের সুখ-শান্তির কথা ভাবতে হবে। পুলিশের সংস্কার করতে হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে হবে।
রুহুল কবির রিজভী আরও বলেন, গত ১৬-১৭টি বছর শেখ হাসিনা দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছিল। মিছিল বের করলে পুলিশ শটগান দিয়ে গুলি করত। ফেসবুকে স্ট্যাটাস দিলে পুলিশ বাড়ি থেকে মানুষকে ধরে নিয়ে জেলে পাঠাত। প্রতিবাদ করলেই মামলা, নিপীড়ন আর গুম হতে হতো।
শেখ হাসিনা বড় বড় মেগা প্রজেক্টের মাধ্যমে লুটপাট করেছে রুহুল কবির রিজভী বলেন তিনি এবং তাঁর পরিবারের সদস্যরা ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছেন। শেখ হাসিনা দেশকে জ্ঞানশূন্য করে গেছেন। সর্বত্রই প্রশ্নপত্র ফাঁসের সংস্কৃতি চালু করেছিলেন। না লেখলেও পাস করিয়ে দেওয়া হতো। দেশের শিক্ষাব্যবস্থা ভেঙে ফেলেছেন। এর থেকে উন্নতি ঘটাতে হলে দেশে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে।
মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগার আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা, জাতীয় নির্বাহী কমিটির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. মোঃ রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য এস এ জিন্নাহ কবীর প্রমুখ।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর বিশেষ আলোচনা করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ডা. জিয়াউর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জিয়া স্মৃতি পাঠাগারের উপদেষ্টা মোকছেদুর রহমান, আজাদ হোসেন খান, নূরতাজ আলম বাহার, গোলাম কিবরিয়া সাইদ ও জেলা বিএনপির সহসভাপতি জহীর আলম খান লোদী।