আমরা চাই না ইসির স্বাধীনতা কম্প্রোমাইজ হোক : সিইসি

সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশনের (ইসি) স্বাধীনতা সুরক্ষিত রাখার আহ্বান জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সিইসি সাংবাদিকদের বলেন, ‘সংবিধান আমাদের যে স্বাধীনতা দিয়েছে, সেটা যেন গেরেন্টেড থাকে, সেটা তাঁদের জানিয়েছি। ইসির স্বাধীনতা কম্প্রোমাইজ হোক, এটা আমরা চাই না।’
প্রধান নির্বাচন কমিশনার বলেন, ‘তাঁরা জানতে চেয়েছেন গণতান্ত্রিক পরিবর্তনের জন্য যে নির্বাচন হবে, সেজন্য আমরা কতটুকু প্রস্তুত। আমরা কীভাবে প্রস্তুতি নিচ্ছি, ভোটার নিবন্ধন থেকে আরম্ভ করে এগিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি, তার টাইমলাইন কী রকম হবে—ইত্যাদি জানতে চেয়েছেন। বাংলাদেশের এই অগ্রযাত্রায় তাঁরা সব ধরনের সহায়তা করতে প্রস্তুত। তাঁরা চান, ডেমোক্রেটিক ট্রানজেশন হোক। এই পথে যতটুকু সহায়তা দরকার তাঁরা সহায়তা করবেন।’
কী ধরণের সহায়তা দেবেন, এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, ‘তাঁরা লোক পাঠাবেন, পর্যালোচনা করে পরে আমাদের জানাবেন। তাঁদের মিশন আসবে৷ নির্বাচন হলে তারা পর্যবেক্ষক হিসেবে থাকতে চান। আশ্বস্ত করেছি সুষ্ঠু নির্বাচনের। কেননা, আমরা সর্বশক্তি নিয়োগ করেছি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করার জন্য।’
সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, ‘আমরা বলেছি, আমাদের যে প্রতিশ্রুতি সুষ্ঠু নির্বাচনের জন্য, এতে সার্বিক প্রস্তুতি নিয়ে এগোচ্ছি। এই কথা তাদের বলেছি। তারা খুশি হয়েছেন। আমরা যে সর্বশক্তি নিয়োগ করেছি, এটা তারা উপলব্ধি করতে পেরেছেন।’
ইইউ সংস্কারের ওপর গুরুত্ব বেশি দিচ্ছেন জানিয়ে সিইসি নাসির উদ্দিন বলেন, ‘আমাদের মতামত আমরা দিয়েছি। সংবিধান আমাদের যে স্বাধীনতা দিয়েছে, সেটা যেন গেরেন্টেড থাকে, সেটা তাঁদের জানিয়েছি। ইসির স্বাধীনতা কম্প্রোমাইজ হোক, এটা আমরা চাই না। তাঁরা এটা এপ্রিশিয়েট করেছেন। তাঁরাও মনে করেন, ইসি শুড বি ইন্ডিপেন্ডেন্ট। অন্যথায়, জাতি যা প্রত্যাশা করে সেটা তারা দিতে পারবে না।’
বৈঠক শেষে ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা হয়েছে। আন্তর্জাতিক মানের নির্বাচন করতে বাংলাদেশকে সহযোগিতা করবে ইইউ।