বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শুরু
বিশ্ব ইজতেমার প্রথম পর্বের প্রথম ধাপের আখেরি মোনাজাত শুরু হয়েছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) সকাল ৯টা ১১ মিনিটে তাবলিগ জামায়াতের মুরব্বি মাওলানা মো. জুবায়ের এই দোয়া মোনাজাত শুরু করেন। এর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে প্রথম ধাপের ইজতেমা। বিশ্ব ইজতেমার আয়োজক তাবলীগ জামাতের শুরায়ী নেজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে মুখপাত্র হাবিবুল্লাহ রায়হান জানান, আজ রোববার সকাল থেকে হেদায়েতের বয়ান হয়েছে। যারা ইজতেমা ময়দান থেকে চিল্লা অথবা তিন চিল্লার জন্য জামাতে বের হবেন, তারা জামাতে যেয়ে কী আমল করবেন এবং যারা নিজ এলাকায় ফিরে যাচ্ছেন তারা যেয়ে কী আমল করবেন, তার দিকনির্দেশনামূলক বয়ান করা হয়। বয়ান করেছেন ভারতের মাওলানা আব্দুর রহমান এবং অনুবাদ করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন।
গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর থেকেই আমবয়ানের মধ্যে দিয়ে ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এ সময় ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা ‘ইমান ও আমলের’ ওপর বয়ান করেন। শুক্রবার ফজরের পর থেকে বয়ান করছেন পাকিস্তানের মাওলানা জিয়া উল হক। এ ছাড়া আজ বাদ আসর বয়ান করেন মাওলানা জুবায়ের। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা আহমেদ লাট। পরে বিভিন্ন সময় ভাগ করে তাবলীগ জামায়াতের আলেমরা বয়ান করেন। শনিবারও একইভাবে বয়ান হয়। এদিন যৌতুক ছাড়া বিয়ের একটি পর্ব অনুষ্ঠিত হয়। এদিকে, প্রথম ধাপের ইজতেমায় গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বার্ধক্য ও শ্বাসকষ্টজনিত রোগে কয়েকজন মুসল্লির মৃত্যু হয়েছে।
এ বছর মাওলানা জুবায়েরের অনুসারীরা দুই ধাপে ইজতেমা করছেন। আজ আখেরি মোনাজাতে শেষ হচ্ছে প্রথম ধাপের ইজতেমা। এ ধাপে অংশ নিয়েছেন ৪১ জেলা ও ঢাকার একাংশের মুসল্লিরা। এরপর আগামীকাল সোমবার (৩ ফেরুয়ারি) থেকে বুধবার (৫ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ইজতেমা। এ ধাপে ২২ জেলা ও ঢাকার অন্য অংশের মুসল্লিরা অংশ নেবেন। আর ১৪ থেকে ১৬ ফেব্রুয়ারি মাওলানা সাদের অনুসারীদের ইজতেমা করার কথা রয়েছে।