কার্টার সেন্টার প্রতিনিধিদের সাথে বিএনপির বৈঠক

বাংলাদেশে আগামী জাতীয় নির্বাচন উপলক্ষে সার্বিক রাজনৈতিক পরিস্থিতি পর্যবেক্ষণে ঢাকা সফররত ‘যুক্তরাষ্ট্র দ্য কার্টার সেন্টার’র একটি প্রতিনিধি দল আজ শুক্রবার (৯ মে) বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করেছে।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য মোহাম্মদ ইসমাইল জবিউল্লাহ, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ এবং বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
অন্যদিকে, কার্টার সেন্টারের ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোনস্ট্রিট। তার সঙ্গে ছিলেন- সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর তারা শরিফ, ডেটা সায়েন্টিস্ট মাইকেল বালদাসারো, অ্যাসোসিয়েট ডিরেক্টর সাইরাহ জাইদি, প্রোগ্রাম অ্যাসোসিয়েট ড্যানিয়েল রিচার্ডসন এবং স্থানীয় মূল্যায়ন বিশেষজ্ঞ কাজী শহীদুল ইসলাম।
প্রতিনিধি দলটি বাংলাদেশে আগামী নির্বাচন বিষয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে এসেছে। সেই লক্ষ্য তারা প্রধান রাজনৈতিক দল বিএনপির সাথে বৈঠকে করে।