পরিবারের জিম্মায় অভিনেত্রী শাওন ও সাবাকে ছেড়ে দিল ডিবি
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/07/actore_aaaa.jpg)
অভিনেত্রী মেহের আফরোজ শাওন ও সোহানা সাবাকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়।
আজ সন্ধ্যায় ডিএমপির জনসংযোগ শাখার উপপুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, পরিবারের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।
এর আগে দুপুরে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক বলেন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের দুজনকে আটক করা হয়েছে। আটকের পর ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়। আরও জিজ্ঞাসাবাদ করা হবে। এখন পর্যন্ত মামলা হয়নি। কোনো মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হবে বা কী করা হবে, সেই সিদ্ধান্ত এখনো হয়নি।
অভিযোগ রয়েছে, গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে সরাসরি ও ভার্চ্যুয়ালি যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে অন্যতম শাওন।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শাওনকে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে হেফাজতে নেয় ডিবি পুলিশ। এ দিন সন্ধ্যায় এ অভিনেত্রীর জামালপুরের নরুন্দি রেলওয়ে স্টেশন সংলগ্ন বাড়িতে অগ্নিসংযোগ করে স্থানীয় ছাত্র-জনতা।
অন্যদিকে গতকাল বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমণ্ডি এলাকা থেকে সোহানা সাবাকে আটক করে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়। তার বিরুদ্ধেও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। সোহানা সাবা আওয়ামীপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন।