সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/08/haaukortt.jpg)
সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার। ছবি : এনটিভি
দেশের চলমান অবস্থার প্রেক্ষিতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আজ শনিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি ও র্যাব সদস্যদেরও নিয়োজিত করা হয়।
কয়েকজন সিনিয়র আইনজীবী ও সুপ্রিম কোর্টের অ্যাটর্নি কর্মকর্তারা জানান, মূলত সুপ্রিম কোর্টের ভেতর শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙচুরের আশঙ্কায় এ নিরাপত্তা বাড়ানো হয়। কোন প্রয়োজন ছাড়া আদালত প্রাঙ্গণে অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।
এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সুপ্রিম কোর্ট ও এর আশপাশের এলাকায় পুলিশের ফোর্স বাড়ানো হয়েছে।