দেশে ফিরেছেন মির্জা ফখরুল-আমীর খসরু
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/09/mirjaa_phkhrul_aamiir_khsru_maahmud_caudhurii.jpg)
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। ফাইল ছবি
মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে ৫টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারা অবতরণ করেন।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
রোবরার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে দেশ ছাড়েন বিএনপির এই দুই নেতা।
দলীয় সূত্রে আরও জানা গেছে, নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে যোগ দেন বিএনপির এই দুই শীর্ষ নেতা। অপরদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান তার বাবার প্রতিনিধিত্ব করেন।