মৃগীরোগ নিয়ে আতঙ্ক নয়, সচেতন হতে হবে : বিএসএমএমইউ উপাচার্য
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/bsmmu.jpg)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেছেন, মৃগীরোগ নিয়ে আতঙ্কিত না হয়ে সচেতন হতে হবে। এই রোগের উন্নত চিকিৎসা এই বিশ্ববিদ্যালয়ে রয়েছে। চিকিৎসার মাধ্যমে মৃগীরোগ নিয়ন্ত্রণে রাখা যায় এবং সুস্থ থাকা সম্ভব।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মৃগীরোগ দিবস উদযাপিত হয়। বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের আয়োজনে বর্ণাঢ্য জনসচেতনতামূলক শোভাযাত্রার মধ্য দিয়ে দিবসটি উদযাপিত হয়। দিনটির কর্মসূচি উদ্বোধনের সময় উপাচার্য এসব কথা বলেন।
এ সময় বিএসএমএমইউর প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. আবুল কালাম আজাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক ডা. মো. শামীম আহমেদ, রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম, নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. বাহাদুর আলী মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।