তালিকা থেকে ১৬ লাখ মৃত ভোটার বাদ পড়ছে : নির্বাচন কমিশনার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/manikganj.jpg)
নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। কমিশনের কাছে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের কোনো বিকল্প নেই। প্রথমবারের মতো তালিকা থেকে বাদ পড়ছে প্রায় ১৬ লাখ মৃত ভোটার।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জের শিবালয় উপজেলার নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ভোটার নিবন্ধন হালনাগাদ কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় নির্বাচন কমিশনার এ কথা বলেন।
নির্বাচন কমিশনার আরও বলেন, ‘সবার চাহিদা অনুযায়ী একটি অবাধ নির্বাচন আয়োজন করতেই হবে। পেছনে ফেরার সুযোগ নেই। এজন্য মিডিয়া ও রাজনৈতিক নেতৃবৃন্দের সহায়তা কামনা করি। নির্বাচনে কোনো ধরনের কারচুপি বা বিশৃঙ্খলা যেন না হয়, সেজন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করবে।’
নির্বাচন কমিশনার বলেন, ‘এ বছর বাড়ি বাড়ি গিয়ে হালনাগাদ ভোটার তালিকা তৈরি করা হয়েছে। তাই ১৬ লাখ মৃত ভোটারের নাম বাদ দেওয়া হচ্ছে। যা নির্বাচন কমিশনের একটি বড় উদ্যোগ। এটি প্রথমবারের মতো ঘটছে, এর ফলে ভোটার তালিকা আরও নির্ভুল হবে। যার মাধ্যমে নির্বাচন সুষ্ঠু ও সঠিকভাবে পরিচালিত হবে।’