জয়পুরহাট সদর উপজেলা আ.লীগ সভাপতি গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/10/joypurhat_al_leader_pic.jpg)
জয়পুরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। ছবি : এনটিভি
জয়পুরহাটে জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে দুটি হত্যাসহ একাধিক মামলার আসামি আনোয়ার হোসেনকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তিনি সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আনোয়ার হোসেনকে পৌর শহরের খঞ্জনপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
ওসি জানান, আনোয়ার হোসেনের বিরুদ্ধে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত প্রথম শহীদ কলেজশিক্ষার্থী নজিবুল সরকার বিশাল, অটোরিকশাচালক মেহেদী হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
ওসি আরও জানান, জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে আনোয়ার হোসেনকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।