ইউএনডিপিসহ ১৮ উন্নয়ন সহযোগীর সঙ্গে ইসির বৈঠক
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/ec.jpg)
আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন ইস্যুতে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি-ইউএনডিপিসহ ১৮টি উন্নয়ন সহযোগীর সঙ্গে বৈঠকে বসেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিবেদনটি লেখা পর্যন্ত (দুপুর ১২টা) বৈঠক চলছে।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এ বৈঠক শুরু হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বে অন্য কমিশনাররা উপস্থিত আছেন। এরই মধ্যে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে প্রযুক্তিগত ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা করছে ইউএনডিপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কমিশনের প্রস্তুতির বিষয় নিয়ে বৈঠকে আলোচনার কথা রয়েছে। যদিও বর্তমান কমিশন দায়িত্ব নেওয়ার পর থেকেই জানিয়ে আসছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার নির্দেশিত সময় অনুযায়ী কাজ করছে ইসি।
বৈঠকের পর ইসির পক্ষ থেকে ব্রিফ করে বিস্তারিত জানানো হবে বলে জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ।
ইউএনডিপি ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি সহযোগিতা দিচ্ছে। হার্ডওয়্যার, সফটওয়্যার, প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, যোগাযোগ, এসডিজির লক্ষ্যমাত্রা আছে, সেগুলোতে সহায়তা করবে ইউএনডিপি। ইউরোপীয় ইউনিয়নসহ আরও কয়েকটি দেশ আগামী নির্বাচনে সহযোগিতা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।