ইউপি চেয়ারম্যান শেখ কামাল গ্রেপ্তার
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/11/1.jpg)
কক্সবাজারের মহেশখালী উপজেলা যুবলীগনেতা ও কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামালকে গ্রেপ্তার করে পুলিশ। ছবি : এনটিভি
দেশজুড়ে ‘অপারেশন ডেভিল হান্ট'-এর অংশ হিসেবে কক্সবাজারের মহেশখালীতে চলছে চিরুনি অভিযান। সেই অভিযানে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) গ্রেপ্তার হয়েছেন উপজেলা যুবলীগনেতা ও কুতুবজোম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট শেখ কামাল।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়ছার হামিদ তথ্য নিশ্চিত করে এনটিভি অনলাইনকে জানান, সন্ধ্যা ৭টার সময় উপজেলার কুতুবজোমের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
কায়ছার হামিদ আরও জানান, তার নেতৃত্বে মহেশখালী থানা পুলিশের একটি বিশেষ টিম অভিযান চালিয়ে অ্যাডভোকেট শেখ কামাল গ্রেপ্তার করে। কামালের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা রয়েছে।