পুলিশ ক্লিয়ারেন্স নিতে গিয়ে গ্রেপ্তার ছাত্রলীগনেতা
![](http://103.16.74.218/sites/default/files/styles/big_3/public/images/2025/02/12/sonargoan.jpg)
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় পুলিশ ক্লিয়ারেন্স নিতে গিয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা মো. সোহান মোল্লা গ্রেপ্তার হয়েছেন। গতকাল মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়। সোহান মোল্লা নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।
গ্রেপ্তার সোহান মোল্লার বড়ভাই মোহন মিয়া মুঠোফোনে বলেন, আমার ভাই স্থানীয় এক স্বজনের পুলিশ ক্লিয়ারেন্স নিতে গত সোমবার রাতে থানায় যায়। ক্লিয়ারেন্সের কাজ শেষ করে থানা থেকে বের হওয়ার সময় তাকে আটক করা হয়।
থানা সূত্রে জানা যায়, অপারেশন ডেভিল হান্ট ও পুলিশের নিয়মিত অভিযানে আওয়ামীলীগের নেতাকর্মীসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ডেভিল হান্ট অভিযানে সোনারগাঁ পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রনি মোল্লা, জামপুর ইউনিয়ন ওয়ার্ড যুবলীগের সভাপতি শফিকুল ইসলাম ও জেলা ছাত্রলীগের ধর্মবিষয়ক সম্পাদক মো. সোহান মোল্লা, নিয়মিত মাদক মামলায় দুজন ও ওয়ারেন্টের মামলায় দুজনকে গ্রেপ্তার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় জেলা ছাত্রলীগের নেতাসহ সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তিনজনের সাত দিনের রিমান্ড চেয়ে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।