জাতিসংঘ টিমের সঙ্গে শেখ হাসিনার বৈঠকের ঘটনা পুরোনো ভিডিও : বাংলা ফ্যাক্ট

জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে গণঅভ্যুত্থানে পদত্যাগ করে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ টিমের বৈঠকের দাবি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে।
প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) অধীনে ফ্যাক্ট চেক এবং মিডিয়া গবেষণা ইউনিট ‘বাংলা ফ্যাক্ট’-এর অনুসন্ধানে এই তথ্য বেরিয়ে আসে।
প্রতিষ্ঠানটির অনুসন্ধান দেখা গেছে, ২০২৩ সালে লন্ডনে শেখ হাসিনাকে নাগরিক সংবর্ধনা দেওয়ার ভিডিও আপলোড করে দিল্লিতে জাতিসংঘ টিমের সঙ্গে বৈঠক দাবি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়। বাংলা ফ্যাক্টের অনুসন্ধানে শেখ হাসিনার সঙ্গে জাতিসংঘ টিমের বৈঠক দাবি ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে—এই সত্য ফ্যাক্ট চেকে বেরিয়ে আসে।
শেখ হাসিনার যে ছবিটি দিল্লিতে জাতিসংঘ টিমের বৈঠক দাবি করে প্রচার করা হয়, একই ছবি দিয়ে লন্ডনে তাঁকে ২০২৩ সালে আওয়ামী লীগের দেওয়া সংবর্ধনা বিভিন্ন পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে খুঁজে পায় বাংলা ফ্যাক্ট।
ফ্যাক্ট চেক প্রতিষ্ঠানটি জানায়, ভিন্ন ঘটনায় পুরোনো ভিডিও প্রচার করা হয়েছে।