হাসপাতালের পাঁচতলার বেড থেকে পড়ে রোগী নিহত

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের (কুমেক) পাঁচতলার বারান্দার একটি বেড থেকে বাইরে পড়ে ওসমান গনি মিয়া (৪৭) নামের এক রোগী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার (৭ মার্চ) রাত ১১টা ৫০ মিনিটে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের পাঁচ তলা থেকে পড়ে তিনি মারা যান।
নিহত ওসমান গনি মিয়া কুমিল্লার আদর্শ সদর উপজেলার বালুতুপা-দৌলতপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম। ওসি মহিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে৷
গনি মিয়ার বড় ছেলে রানা জানান, গত ৩ মার্চ তার বাবা হাতে ব্যথা নিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। প্রায় সুস্থ হয়ে উঠেছিলেন। আর দুই-এক দিন পর তার হাসপাতাল থেকে বাড়ি ফেরার কথা ছিল।
গনি মিয়ার স্ত্রী কোহিনুর বেগম জানান, হাসপাতালের পাঁচ তালায় তার স্বামী গনি মিয়াকে বারান্দায় বেড দেওয়া হয়েছিল। হাসপাতালের বারান্দায় একটি অংশে কোমরসমান উঁচু দেয়াল ছিল, যা বেড থেকে সামান্য উঁচু। তবে আরেকটি অংশে রেলিং ছিল না। রাতে ভাত খাওয়ার পর তার স্বামী বলছিলেন, শরীরটা ভালো লাগছে না৷ পরে এপাশ ওপাশ করতে গিয়ে বিছানা থেকে নিচে পড়ে যান তিনি (গনি মিয়া)। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে কুমিল্লা মেডিকেল কলেজের উপপরিচালক ডা. শাহজাহান বলেন, ‘রমজান মাসে রোগীর সংখ্যা একটু কম। কক্ষের ভেতরে বেড ছিল। চাইলে তিনি সেখানে চিকিৎসা নিতে পারতেন। গতকাল শুক্রবার রাতে বারান্দা সংলগ্ন বেডে তিনি নিজের ইচ্ছায় ছিলেন। গতকাল রাতে তিনি বেড থেকে পড়ে মারা যান। এটা অবশ্যই দুর্ঘটনা হিসেবে দেখছি। বারান্দা থেকে বেডগুলো সরিয়ে নেওয়া হয়েছে। ভবিষ্যতে যেন এমন দুর্ঘটনা আর না ঘটে, সেজন্য হাসপাতাল কর্তৃপক্ষ সতর্ক থাকবে।’