সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৯৫৭ বিঘা জমি জব্দের নির্দেশ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর দখলে থাকা ও নামীয় চট্টগ্রামের আনোয়ারায় থাকা ৯৫৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত। আজ রোববার (৯ মার্চ) ঢাকা সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।
দুদকের আবেদনে বলা হয়েছে, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর নামে চট্টগ্রামের আনোয়ারায় ২৯টি দলিলের সম্পদ পাওয়া গেছে। এসব দলিলে ৩১ হাজার ৫৯৪ শতক বা ৯৫৭ বিঘা জমি রয়েছে। এসব সম্পদের মূল্য চার কোটি ৬৫ লাখ ৬২ হাজার ১৮৮ টাকা।
আবেদনে আরও বলা হয়, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে মালিকানাধীন এসব স্থাবর সম্পত্তিসমূহ হস্তান্তরের চেষ্টা করছেন। এসব করতে পারলে অনুসন্ধানের ধারাবাহিকতায় মামলা করা, আদালতে অভিযোগপত্র দাখিল এবং বিচার শেষে কারাদণ্ড বা সাজার অংশ হিসেবে অপরাধলব্ধ আয় থেকে অর্জিত সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্তকরণসহ সকল উদ্দেশ্যই ভেস্তে যাবে। তাই উল্লিখিত স্থাবর সম্পত্তিসমূহ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারা ১৪ মোতাবেক জব্দ করা একান্ত প্রয়োজন।